আর্কাইভ থেকে বাংলাদেশ

রিজওয়ানের দুই বিশ্বরেকর্ড

রিজওয়ানের দুই বিশ্বরেকর্ড

এশিয়া কাপের শুরু থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। মন্থর গতির ব্যাটিং, স্ট্রাইকরেট কম এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে রানেই রয়েছেন পাকিস্তানের এ উইকেটকিপার-ব্যাটার।

ঘরের মাঠে চলতি ইংল্যান্ড সিরিজেরও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স তার।  সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম পাঁচটিতে ওপেনিংয়ে নেমে রিজওয়ান খেলেছেন— ৬৮, ৮৮*, ৮, ৮৮ ও ৬৩ রানের ইনিংস।  পাঁচ ম্যাচে তার ব্যাট ছুঁয়ে এসেছে ৩১৫ রান।

আর এরই সঙ্গে দারুণ দুটি রেকর্ডও গড়ে ফেললেন এ পাকিস্তানি ওপেনার।

প্রথমটি হলো— টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় সিরিজে এটিই কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। দ্বিতীয়টি হলো— প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি সিরিজে তিন শতাধিক রান করলেন রিজওয়ান। এ রেকর্ডে সার্বিয়ার লেসলি ডানবারকে পেছনে ফেলেছেন তিনি।

চলতি বছরের জুনে বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪ ম্যাচে ২৮৪ রান করেছিলেন ডানবার। ভেঙে ফেলেন দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি ককের রেকর্ড।  টি-টোয়েন্টিতে ৫ ইনিংসে ২৫৫ রান করেছিলেন ডি কক।

প্রথম হয়ে নিজেকে আরও উপরে নিয়ে যেতে সুযোগ রয়েছে রিজওয়ানের। কারণ হাতে আরও দুটি ম্যাচ রয়েছে। রিজওয়ান নিজের এই রেকর্ড কতটা উচ্চতায় তুলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান -

১. মোহাম্মদ রিজওয়ান - পাকিস্তান - ৫ ইনিংসে  ৩১৫ রান। ২. লেসলি ডানবার - সার্বিয়া - ৪ ইনিংসে ২৮৪ রান। ৩. কুইন্টন ডি কক - দ. আফ্রিকা -  ৫ ইনিংসে ২৫৫ রান। ৪. পল স্টার্লিং - আয়ারল্যান্ড - ৫ ইনিংসে ২৩৪ রান। ৫. ফ্রান্সিসকো কুয়ানা - মোজাম্বিক - ৭ ইনিংসে ২৩৩ রান। ৬. বিরাট কোহলি - ভারত - ৫ ইনিংসে ২৩১ রান। 
৭. লোকেশ রাহুল - ভারত - ৫ ইনিংসে ২২৪ রান।

 

বিপ্লব আহসান 

এ সম্পর্কিত আরও পড়ুন রিজওয়ানের | দুই | বিশ্বরেকর্ড