প্রবল বন্যায় আক্রান্ত হয়েছে বাংলাদেশের বেশ কিছু জেলা। এই ভয়াবহতায় দিশেহারা অবস্থা তৈরি হয়েছে অঞ্চলগুলোতে। একের পর এক তৈরি হওয়া সংকটে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। একপ্রান্তে যখন এমন অবস্থা, বাংলাদেশের অন্য প্রান্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ।
বাংলাদেশের এই দৃশ্য অনেকটাই মন ভালো করে দেওয়ার মতো। প্রতিটি স্তরের মানুষের মনে দোলা দিচ্ছে বিষয়গুলো। তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি মানুষের সহযোগিতাপূর্ণ কিছু ছবি যোগ করে লিখেছেন, ‘'কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব।'
'কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব।'
'এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।'
এম এইচ//