শাহিন শাহ আফ্রিদি বাবা হয়েছেন।
রাওয়ালপিন্ডিতে যখন বাংলাদেশ-পাকিস্তান চতুর্থ দিনের খেলা চলছে, তখন এই সুখবর পেয়েছেন পাকিস্তানি পেসার। শাহিনের ক্রিকেটের সময়টা অবশ্য খুব ভালো যাচ্ছে বলা যাবে না। তবে পরিবারের কাছ থেকে কাঙ্ক্ষিত খবরখানি পেয়ে নিশ্চয়ই সময়টা এখন ভালোই যাবে তার।
শাহিন আফ্রিদির একটি পুত্র সন্তান হয়েছে। তার স্ত্রী আনশা আফ্রিদি ও তার পুত্র সুস্থ আছেন। শাহিনের পরিবার থেকেই সুখবরটি এসেছে। শাহিন ও আনশা পুত্র সন্তানের নাম ঠিক করে রেখেছিলেন আগেই। তাদের পুত্রের নাম আলী ইয়ার শাহিন আফ্রিদি।
বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টে উইকেটের দেখা পাচ্ছিলেন না শাহিন। শেষমেশ হাসান মাহমুদের উইকেট নিয়ে উদযাপনের মুহূর্ত পেয়ে গেলেন। উদযাপন করলেন শাহিন, যেখানে তার জন্ম নেওয়া সন্তানের বিষয়টি তুলে আনলেন। পরে মেহেদী হাসান মিরাজের উইকেটও নিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা অনিশ্চিত শাহিনের জন্য। অবশ্য উক্ত পারিবারিক কারণে রাওয়ালপিন্ডি টেস্টও খেলার কথা ছিল না তার।
এম এইচ//