নোয়াখালীতে চলছে ভয়াবহ বন্যা। এ অবস্থায় বাবাকে খুঁজতে গিয়ে বন্যার পানিতে ডুবে মো. আব্দুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর পিতা গিয়াস উদ্দিন পার্শ্ববর্তী উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
রোববার (২৫ আগস্ট) সকালে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমে জানিয়েছেন ওই এলাকার ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক।
ইউপি সদস্য মো. জামাল জানান, পানিবন্দি অবস্থায় স্থানীয় অনেকেই শিক্ষক গিয়াস উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। পারিবারিক প্রয়োজনে সকালে গিয়াস উদ্দিন বাড়ি থেকে বের হন। এসময় সকলের অগোচরে তার ছেলে বাবাকে খুঁজতে পেছন পেছন যায়। এর কিছুক্ষণ পর অনেক খোঁজাখুঁজি করলেও শিশুর সন্ধান পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা পর বাড়ি পাশেই তার মরদেহ ভেসে ওঠে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, গিয়াস উদ্দিনের শিশু সন্তানের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ধরণের ঘটনা রোধে অভিভাবকদের বন্যায় সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
আই/এ