খেলাধুলা

সাকিবের মাঠের ক্রিকেট প্রসঙ্গে যা বললেন নাজমূল আবেদীন

স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসান ও নাজমূল আবেদীন ফাহিম ছবি: সংগৃহীত

মাঠের সাকিব আল হাসান বরাবরই আলাদা। এই কথা শুনে অভ্যস্ত বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। সাকিব বারবার সেই প্রমাণ দিয়েও এসেছেন। এবার পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট জয়ের ম্যাচেও সাকিব ছিলেন দলের অংশ। সাকিবের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমূল আবেদীন ফাহিম। 

নাজমূল আবেদীন ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন। তিনি মূলত কোচ, ক্রিকেট বিশ্লেষক। তার হাত ধরে বহু ক্রিকেটাররা এই অঙ্গনে এসেছেন। নাজমূল আবেদীনের সঙ্গে সাকিবের সম্পর্কটা বেশ পুরোনো। সেই সাকিব প্রসঙ্গে সোমবার মিরপুরে (২৬ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই বোর্ড পরিচালক। 

নাজমূল আবেদীন বলেন, ‘আমার তো দুটি রোল (ভূমিকা) আছে ওর সঙ্গে। আমি বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কোনো কথা বলিনি। ওর মেন্টর হিসেবে, কোচ হিসেবে কথা বলেছি। ওর পারফরম্যান্স নিয়ে কথা বলেছি। সেটার সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। সে কীভাবে, কী করলে ভালো করতে পারবে, এসব নিয়ে আলোচনা করেছি।’ 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এই ক্রিকেটার। সাকিব যখন রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলছেন, তখন তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। সেই মামলা মাথায় নিয়েই তিনি তখন খেলে যাচ্ছেন। 

সাংবাদিকের এক প্রশ্নে সাকিবের কোচ নাজমূল আবেদীন বলেন, 'যেকোনো অ্যাথলেট হোক, যেকোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে মাঠে নামে, আমার মনে হয় না, তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। ওভাবেই তারা নিজেদের তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসে।'

তিনি আরও যোগ করেন, 'তার ক্ষেত্রেও সেটাই হয়, ওর অন্য কোনো চিন্তা থাকে না, ও শুধু ব্যাটারকে নিয়েই চিন্তা করে। বল কোথায় করবে, কীভাবে করবে। অন্য কোনো সময় আসতে পারে চিন্তা, তবে বল করার সময় চিন্তা আসে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদের আমরা দেখেছি, বিভিন্ন ঘটনা, সমালোচনা তাদেরকে ন্যাচারাল খেলা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক নয়।'

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এটা এক ঐতিহাসিক জয়, এর আগে বাংলাদেশ কখনো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতেনি। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নাজমূল আবেদীন ফাহিম | সাকিব আল হাসান | রাওয়ালপিন্ডি