আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) বুরকিনা ফাসোতে হামলা চালিয়ে ২০০ জনের বেশি মানুষ হত্যা করেছে। গোষ্ঠীটি হঠাৎ করেই এই হামলা চালিয়েছে। এই হামলায় আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে নিজেদের সক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করছে। তথ্যমতে, শনিবার (২৪ আগস্ট) এই হামলা চালানো হয়।
মধ্য আফ্রিকার একটি দেশ বুরকিনা ফাসো। এই দেশটি আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। দেশটির ভূখণ্ডের প্রায় অর্ধেক অঞ্চল আল কায়েদার ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা লম্বা সময় ধরে ধরে তাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।
হামলাকারীরা হামলার পর সেনা সদস্যদের অস্ত্র লুট করে নেয়। এরপর সামরিক অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার একটি ভিডিও ধারণ করে তা প্রকাশ করেছে জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন। পরবর্তীতে আরও হামলার হুমকি দিয়েছে এই গোষ্ঠিটি।
এম এইচ//