আন্তর্জাতিক

আল-আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণের ঘোষণা ইসরাইলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আল-আকসা মসজিদ

সুযোগ পেলে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণ করা হবে জানিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার ( ২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির অতীতে বারবারই আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা করার বিষয়ে ইসরাইলি সরকারের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে।

সোমবার ইসরাইলের আর্মি রেডিওকে অতি-কট্টরপন্থি এই মন্ত্রী বলেছেন, যদি সম্ভব হয় তবে তিনি আল-আকসা প্রাঙ্গণে একটি উপাসনালয় তৈরি করবেন। 

মুসলমানদের কাছে আল-আকসা বিশ্বের তৃতীয়-পবিত্র স্থান। অন্যদিকে ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে থাকে। তাদের দাবি, এটি প্রাচীনকালে দু’টি ইহুদি মন্দিরের স্থান ছিল।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন আল-আকসা