খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে গোলরক্ষক শ্রাবণকে পাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নশিপ  এর ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ।  ২৮ আগস্ট (বুধবার) নেপালের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে লাল-সবুজের দল। তার আগে অবশ্য কিছুটা দুঃসংবাদ শুনতে হলো দলকে। বাংলাদেশ দলের অধিনায়ক ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ খেলতে পারছেন না ফাইনাল ম্যাচ। 

ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে চোট পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণ। এই চোটের কারণে টাইব্রেকারেও অংশ নেয়া হয়নি এই গোলরক্ষকের। তার বদলে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আসিফ। সেই দায়িত্ব তিনি ভালোভাবেই সেরেছেন, প্রতিপক্ষের দুইটি শট ঠেকিয়েছেন, বাংলাদেশ জয় নিশ্চিত করেছে। 

গতকাল ম্যাচের দ্বিতীয়ার্ধে চোখের নিচে আঘাত পেয়েছেন মেহেদী হাসান। আঘাত বেশ গুরুতর হওয়ায় তাকে মাঠের বাইরে যেতে হয়। সবশেষ খবর অনুযায়ী, চিকিৎসকরা তাকে অস্ত্রোপচারের কথা বলেছে। পাশাপাশি মেহেদী হাসান এখন দেশে ফিরে যাচ্ছেন, সেখানেই তার অস্ত্রোপচার হবে বলে জানা যায়। 

মেহেদী হাসানের বদলে আসিফকে ফাইনাল ম্যাচে দেখা যাবে। ভারতের বিপক্ষে যেভাবে তিনি গোল ঠেকিয়েছেন, সেই ধারাবাহিকতা নেপালের বিপক্ষেও রাখতে চাইবেন নিশ্চয়ই এই গোলরক্ষক। 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নশিপ | বাংলাদেশ | মেহেদী হাসান শ্রাবণ | মোহাম্মদ আসিফ