ইরানের শাহরুদ শহরে ২০ বছর বয়সী এক তরুণকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। তরুণটি আইনজীবী হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল। এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে।
সোমবার ( ২৬ আগস্ট) একজন আইনজীবীকে হত্যার দায়ে তার ফাঁসি কার্যকর করা হয়।
ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, তরুণটি ২০২১ সালের আগস্টে শাহরুদ শহরে স্ত্রী ও ছেলের সামনে শিকারি রাইফেল দিয়ে এক আইনজীবীকে গুলি করে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল।
ইরান হিউম্যান রাইটসের মতে, এটি এই বছরের প্রথম প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। সংগঠনের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের প্রকাশ্য মৃত্যুদণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।
ইরান সাধারণত মাদক চোরাচালানের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করে। ২০২২ সালে দেশটি ৫০০ জনের বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিশ্বে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এই প্রকাশ্য মৃত্যুদণ্ড ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে এবং এটি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
জেডএস/