জাতীয়

৪ উপদেষ্টা পেলেন নতুন দায়িত্ব

ফাইল ছবি

নতুন দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা। প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে এ চার উপদেষ্টাকে প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে দায়িত্ব বাড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ আগের দায়িত্বের পাশাপাশি এখন থেকে   ভূমি মন্ত্রণালয় এর দায়িত্বও পালন করবেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সবশেষ তার দায়িত্বের আওতায় যুক্ত হয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয় ।

এছাড়া  দায়িত্ব বাড়ানো হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদেরও। নতুন করে এ উপদেষ্টা পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এর দায়িত্ব।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন উপদেষ্টা