আর্কাইভ থেকে বাংলাদেশ

দুর্গোৎসবে নাশকতার শঙ্কা করছে না পূজা উদযাপন কমিটি

দুর্গোৎসবে নাশকতার শঙ্কা করছে না পূজা উদযাপন কমিটি

দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা করছে না বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা জানান পূজা উদযাপন পরিষদ।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার বলেন, উৎসব উদযাপনের সময় কোনো আশঙ্কা মনে রাখতে চান না তারা। নিরাপত্তা নিয়ে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, রাজধানীতে এবার ২৪২টি মণ্ডপে হবে পূজা। এবার কলাবাগান মাঠে অনুমতি না মিললেও কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে আগের মতোই পূজা হবে।

সংবাদ সম্মেলনে দুর্গোৎসবে দু'দিন ছুটির দাবি জানান তারা। 

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্গোৎসবে | নাশকতার | শঙ্কা | করছে | পূজা | উদযাপন | কমিটি