খেলাধুলা

দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের দল দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে পাকিস্তান দল ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১২ জনের দল প্রকাশ করেছে পাকিস্তান। যে দলে রাখা হয়নি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। রাওয়ালপিন্ডিতে শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১১ টা থেকে শুরু হবে ম্যাচটি। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দ্বিতীয় টেস্ট উপলক্ষ্যে ১২ সদস্যের নাম ঘোষণা করে পাকিস্তান। 

প্রথম টেস্টের দুই দিন আগে একাদশ দিয়েছিল পাকিস্তান। এবার একদিন আগে ১২ জন সদস্যের নাম দিয়েছে তারা। আগামীকালের ম্যাচে এখান থেকে একজন সদস্যকে বসিয়ে একাদশ নামাবেন তারা। 

মীর হামজা ও আবরার আহমেদ জায়গা পেয়েছেন ১২ জনের দলে। বাদ পড়েছেন শাহিন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে ৩০ ওভার বল করে ৮৮ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন শাহিন। এরমধ্যে তিনি সন্তানের পিতাও হয়েছেন। 

প্রথম টেস্টে কোনো স্পিনার খেলায়নি পাকিস্তান। সেই ম্যাচে ৪ জন পেসার খেলায় দলটি। আগামীকালের ম্যাচে স্পিনার থাকছে বলেই বোঝা যাচ্ছে। লেগ স্পিনার আবরার আছেন ১২ জনের দলে। অন্যদিকে আরেক পেসার মীর হামজা আছেন এই দলে। এই বাঁহাতি বোলারের সুযোগও মিলতে পারে। 

এছাড়া পাকিস্তানের বাকি সদস্যরা একই রয়েছে। 

 

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের ১২ সদস্য

আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররম শাহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রাওয়ালপিন্ডি | দ্বিতীয় টেস্ট