জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢামেকে মৃতের সংখ্যা জানালো কর্তৃপক্ষ

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে (ঢামেক) মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান  গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মৃতদের মধ্যে ৮৪ জন হাসপাতালে মারা গেছেন এবং ৮৮ জন মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। মৃতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে গুলির আঘাতে, বিশেষ করে হেডশট ও বুকে গুলির কারণে। মৃতদের ৮৫ শতাংশের ময়নাতদন্ত করা সম্ভব হয়েছে।

ঢামেক পরিচালক জানান,  প্রথম ধাপে ১৫ থেকে ২২ আগস্টের মধ্যে মৃত্যু হয়েছে তাদের ময়নাতদন্ত করা হয়েছে। তবে দ্বিতীয় ধাপে মৃত অবস্থায় আসা কিছু মরদেহেরে ময়নাতদন্ত হয়নি, কারণ প্রায় এক সপ্তাহ পুলিশ ছিল না। কিছু পরিবারের সদস্যরা ময়নাতদন্তে বাধা দিয়েছেন, যদিও তাদের বোঝানো হয়েছিল যে বিচারের জন্য এটি গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, যারা হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছেন, তাদের সব তথ্য রয়েছে এবং তাদের ডেথ সার্টিফিকেট দেয়া হয়েছে। তবে মৃত অবস্থায় আসা ব্যক্তিদের সঠিক তথ্য না থাকায় তাদের সার্টিফিকেট দেয়া সম্ভব হয়নি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢামেক