রাজনীতি

ইসি একটি দলের প্রতি অন্ধ : নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপি মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১০ দল সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে পারছে না। তারা একটি দলের প্রতি বধির আর অন্ধ। কারণ ওই দলের লোকজন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোর করে মিটিং মিছিলে নিয়ে যাচ্ছে। নির্বাচনের বিধিবহির্ভূত কাজ হলেও ইসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা মেডিক্যাল আসলে কোনও মেডিক্যাল না। এখানে একটা ভুতুড়ে অবস্থা করে রাখা হয়েছে। আমরা নির্বাচিত হলে ঢামেকের আধুনিকায়ন করবো।

তিনি বলেন, নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা‌ হবে।

সভা শেষে শাপলা কলি প্রতীকের সমর্থনে একটি গণমিছিল গুলিস্তান, পল্টন মোড় ও কাকরাইল হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাসীরুদ্দীন পাটওয়ারী