রাজনীতি

আমরা কোনো বেকার ভাতা দেব না, কাজের ব্যবস্থা করব : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,আমরা কোনো বেকার ভাতা দেব না। বেকার ভাতা দিলে আমাদের দেশে আরও বেকারের সংখ্যা বেড়ে যাবে। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। তাদের হাতে কাজ তুলে দেব। যাদে কেউ বেকার বসে না থাকে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন

জামায়াত আমির বলেন,  আপনাদের কুষ্টিয়ায় সুগার মিল বন্ধ, বস্ত্র মিল বন্ধ। এগুলো আমাদের দলের নেতা যখন শিল্প মন্ত্রী ছিল তখন এগুলোর চালুর ব্যবস্থা নেওয়া ছিল। লোকসান থেকে লাভের মুখ দেখেছিল। এখন এই মিলগুলো বন্ধ। আমার আবার চালুর উদ্দ্যোগ নিলে এই এলাকায় বেকার সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর জাগায় জাগায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। সত্যি যদি আপনাদের সংসারে অভাব-অনটনের কারণে এ কাজগুলো করে থাকেন আপনারা এখান থেকে সরে আসুন আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছে ওটাই আপনাদের সঙ্গে ভাগাভাগি করে খেতে রাজি আছি।

তিনি আরও বলেন,  শহীদ আবরার ফাহাদ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তিনি নিজেই একটি বিদ্রোহী বিপ্লবের নাম। আধিপত্যের বিরুদ্ধে কলম ধরেছিলেনএটাই তার অপরাধ। এজন্য তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত আমির