খেলাধুলা

ক্রীড়া উপদেষ্টার ঘোষিত অর্থ বন্যার্তদের দেবে সাফজয়ী যুবারা

স্পোর্টস ডেস্ক

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাফজয়ী দলের শুভেচ্ছা বিনিময় ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো এই অর্জন নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দল। 

দেশে ফিরেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার শুভেচ্ছা পেয়েছে পুরো দল। এ সময় ক্রীড়া উপদেষ্টার ঘোষণা করা অর্থ পুরস্কার বন্যার্তদের সাহায্যের জন্য প্রদান করে এই সাফজয়ী দল। 

জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত অনুষ্ঠানে দলের কোচ মারুফুল হক সম্মানের সহিত এই পুরস্কার বন্যার্তদের উদ্দেশ্যে খরচ করার আহ্বান জানান। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ শিরোপাজয়ী দলের সবাইকে ২৫ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন।

কোচ মারুফুল হক বলেন, ‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের জন্য দেওয়া হলো’ 

ফাইনালে নেপালের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ দল। যদিও নেপালের বিপক্ষেই গ্রুপ পর্বে পরাজিত হয়েছিল বাংলাদেশ, হতে হয়েছিল গ্রুপ রানারআপ। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সাফ অনূর্ধ্ব-২০ | বাংলাদেশ | যুব ও ক্রীড়া উপদেষ্টা | আসিফ মাহমুদ