পূর্বাঞ্চলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। বোর্ডের দায়িত্ব নিয়েছেন সম্প্রতি। এরমধ্যে কাজের জায়গা তৈরি হয়েছে একের পর এক।
শনিবার (৩১ আগস্ট) সভাপতি ফারুক আহমেদ ও পরিচালকরা মিলে স্টেডিয়ামের জন্য বরাদ্দ করা জমি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিসিবি সভাপতি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
সভাপতি ফারুক বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।‘
ধাপে ধাপে মাঠের কাজগুলো করা হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ।
মাঠের আকৃতিতে নৌকার আকার বা অন্য কোনো আকার থাকার দরকার নেই বলে মনে করেন বিসিবি সভাপতি। এছাড়াও বর্তমান নামটিও পরিবর্তন হবে বলে অনেকটা বোঝা যায়। সেক্ষেত্রে এই বিষয়গুলো ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নিবে।
এম এইচ//