খেলাধুলা

শরিফুলের চোটের বিষয়ে যা জানালো বিসিবি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে উইকেট পাওয়ার পর শরিফুল ইসলান ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে নেই শরিফুল ইসলাম। কুঁচকির চোটে পড়েছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়া এরমধ্যে শুরু হয়ে গেছে। তারকা এই পেসারের সেরে উঠতে প্রায় ১০ দিনের মতো সময় লাগবে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম শরিফুলের চোটের বিষয়ে কথা বলেছেন।

ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, 'প্রথম টেস্টের পর শরীফুলের এমআরআই করানো হয়। তার অ্যাডাক্টরে (পায়ের পেশি) গ্রেড১ পর্যায়ের টান লেগেছে। এসব চোটে সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে এবং সে পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করেছে।'

রাওয়ালপিন্ডিতে শরিফুলকে ছাড়াই খেলছে বাংলাদেশ। তার বদলে খেলছেন তাসকিন আহমেদ। তাসকিন নিজে লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন। নিজেকে অবশ্য বেশ উজ্জ্বল হিসেবেই উপস্থাপন করেছেন এখন পর্যন্ত, সংগ্রহ করেছেন দুইটি উইকেট।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৭ রান দিয়ে ২ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২০ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেন শরিফুল।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন শরিফুল ইসলাম | চোট | পাকিস্তান | বাংলাদেশ