খেলাধুলা

ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান অলআউট হয়েছে ১৭২ রানে। বাংলাদেশের ম্যাচ জিততে প্রয়োজন ১৮৫ রান। হাতে এখনো পুরো একদিন রেখে চতুর্থ দিনের শেষভাগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার বেশ খোশ মেজাজে ব্যাট চালিয়ে যাচ্ছেন। এরমধ্যে ৬ ওভারে ৩৭ রান তুলে নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশন শেষ। বাংলাদেশ হাতে পাচ্ছে পুরো ৪ সেশন। পাকিস্তানের অল্প লক্ষ্যমাত্রায় উইকেট টিকিয়ে খেলার চেষ্টাই থাকবে বাংলাদেশের। এখন পর্যন্ত দুই ওপেনার জাকির হাসান ২৭ (২১) রানে, সাদমান ইসলাম ৮ (১৫) রানে অপরাজিত আছেন। কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং চোখে পড়ছে বাংলাদেশের কাছ থেকে।

এর আগে ২ উইকেট হারিয়ে ৯ রান করে চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে সেভাবে কেউ জবাব দিতে পারেনি। কেবল আগা সালমানের ৪৭ রান ছিল ইনিংস সর্বোচ্চ। আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাট ৪৩ রানে এসে থামে।

বল হাতে বাংলাদেশ ছিল দারুণ। বিশেষ করে দুই পেসারের কথা এখানে বলতে হয়, নাহিদ রানা ও হাসান মাহমুদ। হাসান একাই নিয়েছেন প্রতিপক্ষের ৫ উইকেট। অন্যদিকে নাহিদের ঝুলিতেও আসে ৪ টি উইকেট। তাসকিন আহমেদ নেন একটি উইকেট।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | রাওয়ালপিন্ডি