আর্কাইভ থেকে বাংলাদেশ

মানবাধিকারের কথা বলা দেশ বঙ্গবন্ধুর খুনিদের কীভাবে আশ্রয় দেয় : প্রধানমন্ত্রী

মানবাধিকারের কথা বলা দেশ বঙ্গবন্ধুর খুনিদের কীভাবে আশ্রয় দেয় : প্রধানমন্ত্রী

১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যাকারীদের আশ্রয় দেয়ার পরও যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলছে। মানবাধিকারের কথা বলা দেশ বঙ্গবন্ধুর খুনিদের কীভাবে আশ্রয় দেয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দেশটির কাছে অনুরোধ করছি।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। একইসাথে বিএনপি সরকারের দুর্নীতি, অনিয়ম ও নৃশংসতার কথাও জানাতে হবে তাদের। কারণ, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো বিএনপি'র এখন প্রধান কাজ।

তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একত্রে কাজ করে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের মাতৃভূমিতে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে।

তিনি আবারও জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য ও সব ধরনের শোষণমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকার করে

এ সম্পর্কিত আরও পড়ুন মানবাধিকারের | কথা | বলা | দেশ | বঙ্গবন্ধুর | খুনিদের | কীভাবে | আশ্রয় | দেয় | | প্রধানমন্ত্রী