খেলাধুলা

টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, পাকিস্তানের অবনতি

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ একের পর এক সুখবর পাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার টেস্ট র‍্যাংকিংয়ে উন্নতির খবর পেলো লাল-সবুজের দল। যদিও র‍্যাংক বাড়েনি, কেবল রেটিং পয়েন্ট বেড়েছে ১৩ টি। বাংলাদেশ এখনো টেস্টে নবম স্থানেই আছে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৫৩, যা এখন হয়েছে ৬৬।

এদিকে পাকিস্তান দলের র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে। দুই ধাপ নেমে গেছে দলটি। অর্থাৎ ষষ্ট স্থান থেকে তাদের অবস্থান এখন অষ্টম স্থানে। আর এক ধাপ করে ওপরে উঠেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় উন্নতি দেখেছে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০৩-২৫ মৌসুমের চতুর্থ স্থানে এখন বাংলাদেশ। সিরিজ শুরুর আগে অষ্টম অবস্থানে ছিল টাইগাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী ২০২৫ সালের ১১ জুন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | পাকিস্তান | র‍্যাংকিং