স্বাস্থ্য

ডেঙ্গু কেড়ে নিলো আরও তিন প্রাণ

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় আরও তিন ডেঙ্গু রোগী মারা গেছেন। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৮ জন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১৬৫ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন রয়েছেন।

এছাড়া চট্টগ্রামে ৬৯ জন, বরিশালে ২৬ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে সাতজন ও রাজশাহী বিভাগে চারজন ভর্তি হয়েছেন।এ নিয়ে দেশের হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে এক হাজার ৩৭৯। এর মধ্যে ঢাকায় ৭৪৯ জন

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,  চলতি বছর এ পর্যন্ত ১৪ হাজার ৬৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৯১ জন মারা গেছেন।

 

প্রসঙ্গত, গেলো বছর একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ ৩৫ হাজার ৯১৬ জন ও মৃত্যু হয়েছিল ৬৫৭ জনের।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গু