খেলাধুলা

বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ নয়? সংবাদ সম্মেলনে রোহিতের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

ছবি: পিটিআই

লম্বা সময় পর আইসিসির শিরোপা এসেছে ভারতের ঘরে। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। তবে এতে হালকা হয়ে যাওয়ার কিছু নেই বলে মনে করেন দলীয় অধিনায়ক রোহিত শর্মা।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। এই সিরিজ শুরুর আগে হওয়া সংবাদ সম্মেলনে রোহিত নতুন করে প্রতিটি সিরিজের গুরুত্ব বোঝালেন নতুন করে।

ভারতে অনুষ্ঠিত সবশেষ ১৭ টেস্টের প্রতিটিতে জয় পেয়েছে তারা। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় দেখাবে রোহিতের দল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সাংবাদিকদের প্রশ্ন করেন, 'আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ নয়?'

রোহিত যোগ করেন, 'অনেক কথা হয়েছে আইসিসি টুর্নামেন্ট এটা সেটা নিয়ে। কিন্তু প্রতিটি সিরিজের দিকে তাকান। আমরা যদি দ্বিপাক্ষিক সিরিজ না জিতি, আমরা জানি এটা কীভাবে কাজ করে। কথাটা শুরু হবে আমরা কীভাবে দ্বিপাক্ষিক সিরিজ হেরেছি তা দিয়ে। আমাদের কীভাবে হেরে যাওয়া উচিত ছিল না, এরকম অনেক কিছু।'

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজেদের আরাম করার সুযোগ দিতে চান না রোহিত। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার মনে এরকম কিছু আসার সুযোগই নেই যে, যেহেতু আমরা একটা ট্রফি জিতেছি- তাই এখন একটু আরাম করতে পারি, একটু বসতে পারি এবং আনন্দ করে যেতে পারি।‘

চেন্নাই ও কানপুরে দুই টেস্ট খেলার পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে ভারত-বাংলাদেশ সিরিজ।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিত শর্মা | আইসিসি | বাংলাদেশ | ভারত