খেলাধুলা

বাংলাদেশকে হালকাভাবে নেয়া যাবে না, বললেন রায়না

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এতটুকু সতর্ক ভারত রয়েছে। এমনকি সাবেকরাও ভারতীয় দলকে কিছুটা সচেতন থাকার কথা বলছেন। যেমনটি এবার বললেন সুরেশ রায়না।

সংবাদ সংস্থা পিটিআই এর সঙ্গে আলাপকালে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না কথা বলেছেন বাংলাদেশ-ভারত সিরিজ প্রসঙ্গে।

পিটিআইকে রায়না বলেন, বাংলাদেশ কন্ডিশন সম্পর্কে বেশ ভালোই জানে। ভারত তাদের সাথে অনেক ম্যাচ খেলেছে। তাদের দুইজন স্পিনার আছে, যারা খুব ভালো। আমাদের এমন খেলোয়াড় আছে, যারা স্পিনের বিপরীতে ভালো ব্যাট করে। রোহিত, ভিরাট, কেএল (রাহুল) স্পিনের বিরুদ্ধে ভালো লড়াই জানে। আশা করছি কোনো বৃষ্টি থাকবে না এবং এটা দারুণ এক প্রতিযোগিতা হতে যাচ্ছে।

এরপর রায়না বলেন, আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারেন না। কারন তারা মাত্রই পাকিস্তানের বিপক্ষে জিতে এসেছে।

বাংলাদেশ দল এখন চেন্নাইতে অবস্থান করছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুই দলের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন সুরেশ রায়না | বাংলাদেশ | ভারত