খেলাধুলা

প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল পেজ থেকে ভিন্ন আঙ্গিকে এবারের দল ঘোষণা করা হয় আজ, বুধবার বেলা সাড়ে ১২ টায়।

বিশ্বের নানাপ্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা এবারের দল ঘোষণায় ভূমিকা রেখেছে। প্রবাসীরা একেকজন একেক খেলোয়াড়ের নাম বলার মাধ্যমে পুরো স্কোয়াড প্রকাশ করে।

শুরুতে বাংলাদেশ নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার ছোট একটি ঘোষণা দেন। যেখানে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। এরপর দল ঘোষণা হয়। শেষদিকে বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের জন্য মেয়েদের শুভকামনা জানান।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ অক্টোবর শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ আসর। 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী, দিশা বিশ্বাস।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | বিসিবি