রাজনীতি

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

বায়ান্ন প্রতিবেদন

হঠ্যৎ বুকে ব্যথা নিয়ে মাঝরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (২১ সেপ্টেম্বর) মাঝরাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউতে) ভর্তি করানো হয়েছে৷

মান্নার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানিয়েছেন, মান্না হার্ট অ্যাটাক করেছেন।  পরবর্তী ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন।

মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্না কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেসময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

নাগরিক ঐক্য দাবি করে, নিষ্ঠুর-নিপীড়ক আওয়ামী লীগ সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করে।  কারামুক্ত হবার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয়।  এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন মান্না | হাসপাতালে ভর্তি