বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না ঘোষণা দিয়েছেন। এমন ঘোষণার পর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে নির্বাচন নিয়ে। সংগঠনটির সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন।
ফুটবলাঙ্গনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) তাবিথ আউয়াল বিকেলে রাজধানীর এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। তাবিথ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন। ২০২০ সালের নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে মহিউদ্দিন আহমেদ মহীর সঙ্গে সমান ভোট পেয়েছিলেন। পুনঃ নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন।
২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। বাফুফে সভাপতি কে হচ্ছেন এ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ অনেক। আগামীকালের সম্মেলনে তাবিথ বাফুফে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করতে পারেন। এরপর বাফুফে নির্বাচন নতুন মোড় নিতে পারে।
কেএস//