আর্কাইভ থেকে বাংলাদেশ

দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিশুর মৃত্যু

দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও এক তরুণী।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ-৫২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ক্যাম্প-১৮ এর এইচ-৫২ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে তাসফিয়া (১১)। আহত ব্যক্তি ওই একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে দিল কায়েস (১৮)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সোমবার (৩ অক্টোবর) রাতে ইয়াছিনের বসতঘর ও দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়া মাদরাসায় এলোপাতাড়ি গুলিবর্ষণ করে একদল দুর্বৃত্ত। এ সময় ভয়ে রোহিঙ্গারা পালানোর চেষ্টা করে। পরে ইয়াছিন পরিবারের সদস্যের নিয়ে পালানোর চেষ্টাকালে তার মেয়ে তাসফিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্বৃত্তের | গুলিতে | রোহিঙ্গা | শিশুর | মৃত্যু