ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচে বানর ঠেকাতে লেঙ্গুর

কানপুরে চলা বাংলাদেশ ও ভারতের টেস্ট সিরিজে বানরের আক্রমণ ঠেকাতে লেঙ্গুর ভাড়া করা হয়েছে।  গ্রিন পার্ক স্টেডিয়ামের কর্তৃপক্ষ ও এই টেস্টের আয়োজক উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) বানর তাড়াতে লেঙ্গুর ও তাদের রক্ষক ভাড়া করেছে

অতীতে এই স্টেডিয়ামে  সম্প্রচারকারী টিভি চ্যানেলের ক্রু ও ক্যামেরাম্যানদের জলখাবার ও পানীয় নিয়ে উধাও হতে দেখা গেছে একদল বানরকে আর তাই ম্যাচ চলাকালীন বানরদের উৎপাত থেকে বাঁচতে আগে থেকে এই সতর্কতা

এ ব্যাপারে ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘বানরদের আতঙ্ক থেকে বাঁচতে আমরা লেঙ্গুর নিয়ে এসেছি।

এদিকে বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ হয়েছে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | ভারতে | বানরে | লেঙ্গুর