কানপুরে আজ চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ে। বাংলাদেশ সময় সকাল দশটায় দিনের প্রথম বল করেন ভারতীয় পেসার আকাশ দ্বীপ। স্ট্রাইকপ্রান্তে থাকা মুশফিকুর রহিম প্রথম বল মোকাবিলা করেন। ননস্ট্রাইকপ্রান্তে তখন ছিলেন মুমিনুল হক।
কানপুরে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। প্রথম দিন শেষে বাংলাদেশ দল ৩ উইকেট হারিয়ে ১০৭ রানে অবস্থান করছিল।
এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে ব্যাট করার ইচ্ছা ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সেই ইচ্ছা পূরণ করে ব্যাট করতে নেমে প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির আগেই জাকির হাসান ও সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। বিরতির পর ফিরে যান অধিনায়ক শান্ত।
প্রথম দিনের খেলা আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে মাত্র ৩৫ ওভারেই শেষ হয়ে যায়।