ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল। এরমধ্যে কানপুরে টেস্ট হেরে ২-০ তে সিরিজ হেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি স্কোয়াডের বাকি সদস্যরা রওনা হয়েছেন ভারতে।
ভারতের বিপক্ষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে লম্বা সময় পর সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্পিনার রাকিবুল হাসান ও ওপেনার পারভেজ হোসেন ইমন আছেন এই দলে।
ভারতের গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ও ১২ অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ।
বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।