বাংলাদেশ

নির্বাচনী রোডম্যাপ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ছবি: সংগহীত

নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত, আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশনের (বিমসটেক) সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে। এ ছাড়া শিগগিরই সবধরণের ভিসা চালু করবে ভারত। বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের পর নির্বাচনী রোড ম্যাপ। সংস্কারের প্রয়োজনীয় সময়ের চেয়ে এ সরকার বেশি দিন থাকবে না।

পাকিস্তান ইস্যুতে তিনি বলেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ-ঢাকা সম্পর্ক এগিয়ে নেয়া যাবে।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য। 

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ভিসা | নির্বাচন