মঙ্গলবার কানপুর টেস্টে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সংবাদ সম্মেলনে সাকিবের অবসর নিয়ে হাথুরুকে অনেক প্রশ্ন করেন ভারতীয় সাংবাদিকরা।
তাঁদের প্রশ্নের উত্তরে লঙ্কান এই কোচ জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে সাকিব অবসর নিতে চাওয়ায় তিনি অবাক হয়েছেন।
ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব খেলবেন কিনা এমন প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেছেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে।’
সাকিবের অনুপস্থিতিতে দলের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তাঁর ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।’
হাথুরুসিংহে আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকাকে সাকিব তাঁর সে শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’