ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। গোয়ালিয়রে প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে নতুন জার্সি পরে ভারতের মাটিতে নেমেছে বাংলাদেশ দল।
সূর্যকুমার যাদব টস জেতার পর জানিয়েছেন, ম্যাচের শেষ দিকে পিচের আচরণ খুব একটা বদলাবে না। ফলে বোলিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত'ও টসে জিতলে বোলিং নিতেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ একাদশে ১ বছর পর দেখা যাচ্ছে পারভেজ হোসেন ইমনকে। এই ওপেনার সবশেষ ২০২৩ সালে এশিয়ান গেমসে খেলেছেন, যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল ভারত। এদিকে ভারতের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে পেসার মায়াঙ্ক যাদব ও ব্যাটসম্যান নীতিশ কুমারের। তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্পিনার বরুণ চক্রবর্তী।
টি-টোয়েন্টি সংস্করণে ভারতের সাথে ১৪ বারের দেখায় বাংলাদেশ ১টিতে জিতেছে, হেরেছে ১৩টিতে। ২০১৯ সালের সিরিজে ভারতের মাটিতে বাংলাদেশ একমাত্র জয়ের স্বাদ পায়।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।