আমদানি-রপ্তানি

এক সপ্তাহে ভারতে গেলো ৪১১ টনের বেশি ইলিশ

গেলো এক সপ্তাহে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৩১ ট্রাকে করে ৪১১ টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির।

বন্দর কর্তৃপক্ষ জানায়, গেলো ২৬ সেপ্টেম্বর ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রোববার ছয় ট্রাকে ১৯ টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন এবং ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৩ ট্রাকে ৪২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ১৮০ টাকায়।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে এখন ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে।

প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে ৪৯ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ইলিশ