দেশজুড়ে

মান্নানের জামিন শুনানি নিয়ে হট্টগোল, এজলাস ছাড়লেন বিচারক

বায়ান্ন প্রতিবেদন

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের হট্টগোলে এজলাস ছেড়েছেন বিচারক। 

বুধবার (০৯ অক্টোবর) সকালে আদালতে জামিন শুনানি শুরুর সময় এ ঘটনা ঘটে। 

আসামিপক্ষের আইনজীবীরা জামিন শুনানি শুরু করতে চাইলে বাদীপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, ‘মামলাটির অস্বাভাবিকভাবে তারিখ পড়েছে। গতকাল মিসকেস করে আজ তারিখ পড়েছে। এটি অস্বাভাবিক ঘটনা। বাদীপক্ষের আইনজীবীরা এ মামলা জামিন শুনানিতে প্রস্তুত নন।’

এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে আদালতের বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। পরে আদালত বুধবার দুপুর আড়াইটাই মামলার জামিন শুনানির সময় নির্ধারণ করে দেন।

জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বলেন, এম এ মান্নানের জামিন শুনানির তারিখ তড়িঘড়ি করে দেয়াটা বিচার প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ করেছে। আমরা মনে করছি এখানে ন্যায় বিচার নিশ্চিত হবে না। তাই দুপুরে জামিন শুনানিতে আমরা অংশ নিবো কিনা সেটা বসে সিদ্ধান্ত নিবো।

এর আগে গেলো ৫ অক্টোবর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, গেলো ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গেলো ৪ সেপ্টেম্বর এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই। পরে ১৯ সেপ্টেম্বর মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন এম এ মান্নান