খেলাধুলা

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে কেমন হবে বাংলাদেশ একাদশ

স্পোর্টস ডেস্ক

ভারত সিরিজ শেষ হতে যাচ্ছে আজ। শেষ হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্রিকেটের অধ্যায়। সন্ধ্যা সাড়ে ৭ টায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের পর এই ম্যাচ রাঙাতে চাইবে বাংলাদেশ, অন্তত মাহমুদউল্লাহর জন্য জিততে চাইবে দল।

বাংলাদেশের একাদশে আজ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী পারভেজ হোসেন ইমন বাদ পড়তে পারেন। তার জায়গায় সুযোগ পেতে পারেন তানজিদ হাসান তামিম। ইমন প্রথম দুই ম্যাচে ৮ ও ১৬ রান করেছেন।

আরেকটি জায়গায় পরিবর্তন হতে পারে। জাকের আলীর জায়গায় দলে ফিরতে পারেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। জাকের প্রথম দুই ম্যাচে ৮ ও ১ রান করেছেন। সুযোগ মিলতে পারে এখনো অভিষেকের অপেক্ষায় থাকা রাকিবুল হাসানের। 

বাংলাদেশ একাদশে ৩ পেসার দেখা যাবে বলেই বোঝা যায়। সাথে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন থাকবেন। 

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম ব্যাটিংয়ের জন্য বেশ উপযুক্ত। এই মাঠে রান হওয়ার সম্ভাবনা খুব বেশি। সে থেকে বোঝা যায় আজকের ম্যাচেও রান আসতে পারে। তবে সব ছাপিয়ে মাহমুদউল্লাহর জন্য স্মরণীয় এক টি-টোয়েন্টি ম্যাচ উপহার দেয়ার চেষ্টাই হয়তো করবে বাংলাদেশ দল।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন মাহমুদউল্লাহ রিয়াদ | বাংলাদেশ