গত আড়াই মাসে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ক্ষমতা ছেড়ে দিন। দেশের জনগণ আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের চেয়ারে বসিয়েছেন। যদি চালাতে না পারেন তাহলে রাজনৈতিকভাবে দলগুলোর সাথে বসে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নেয়াহ আহ্বান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশে রাজনীতির যে জমিদারি প্রথা চলে আসছে তা ভেঙে ফেলতে হবে। মন্ত্রীর ছেলে মন্ত্রী আর এমপির ছেলে এমপি হবে এটা চলতে দেওয়া হবে না। এজন্য তারা পরিবর্তনের রাজনীতি নিয়ে মাঠে নেমেছেন।
তিনি বলেন, শেষ সময়ে এসে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। সে কারণেই তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্ট ড. ইউনূসকে জেলে পাঠাতে চাইছিলেন। অথচ পালানোর সময় জুতা পর্যন্ত পায়ে দিতে পারেননি।
নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে তার দলের তাড়া নেই। সরকারকে জনগণের পালস বুঝতে হবে। প্রশাসনে এখনো আওয়ামীদের প্রেতাত্মা রয়ে গেছে। দেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান তারা দেখতে চায় না। মানুষের পক্ষে কথা বলতে গিয়ে বার বার হামলার শিকার হতে হয়েছে। এখন মানুষ মুক্ত ও স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই পরিবর্তন ধরে রাখার দায়িত্ব সকলের।
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, থানার ওসি, ইউএনও, এসপি, ডিসি, সকলেই সাধারণ ছাত্র জনতার রক্তের ওপর পা দিয়ে নতুন করে পদায়ন হয়েছে। কাজেই এই কথাটি খেয়াল রেখে আপনাদের কাজ করতে হবে। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করলে কাউকে ছাড়া হবে না।
প্রসঙ্গত, অনুষ্ঠানে ঝিনাইদহ-২ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো রাশেদ খাঁনকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
আই/এ