খেলাধুলা

ঢাকা বিভাগের ৩ লিগের জন্য মেঘনা ব্যাংকের সঙ্গে চুক্তি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করেছে মেঘনা ব্যাংক। ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের জন্য স্পন্সরশীপ হিসেবে কাজ করবে মেঘনা ব্যাংক।

মঙ্গলবার (২২ অক্টোবর) মেঘনা ব্যাংক ও বিসিবির মধ্যে ১ বছরের চুক্তি অনুষ্ঠিত হয়। যেখানে টাকার অঙ্ক ছিল ১ কোটি।

চুক্তি অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হয়ে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিও শাহাদত ও মার্কেটিং বিভাগের প্রধান মোয়াজ্জিম হোসেন জুয়েল। বিসিবির পক্ষ থেকে পরিচালক ও মার্কেটিং বিভাগের নতুন প্রধান ফাহিম সিনহা উপস্থিত ছিলেন।

চলতি মাসের ২৫ তারিখ তৃতীয় বিভাগের ক্রিকেট লিগ শুরু হবে। টুর্নামেন্টের মোট ২০ টি দল অংশগ্রহণ করবে। যেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে ১২৪ টি।

আগামী ২০ নভেম্বর থেকে দ্বিতীয় বিভাগের লিগ অনুষ্ঠিত হবে। যেখানে ২০ টি দল অংশ নেবে, ম্যাচ হবে মোট ১২৪ টি। এবং আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম বিভাগ টুর্নামেন্ট। এখানেও ২০ টি দল অংশ নেবে, ম্যাচ অনুষ্ঠিত হবে ১২৪ টি।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকা বিভাগ | মেঘনা ব্যাংক | বিসিবি