মা ইলিশ নিধন বন্ধে পদ্মা ও মেঘনা নদীতে থাকা ইলিশ অভয়াশ্রমগুলোতে অভিযান তদারকি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে স্পিডবোটে চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার ইলিশ সংরক্ষণ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন তিনি।
স্থানীয় পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় পুরো অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
উপদেষ্টা ও পর্যবেক্ষণ দল জানান, এই অভিযান ইলিশের প্রজনন নিশ্চিত করতে এবং দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেডএস/