খেলাধুলা

মিরপুর টেস্ট

মুশফিকের ৬ হাজার রান দিয়ে শেষ হলো দ্বিতীয় দিন

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। এই রান অর্জনে ৯৩টি টেস্ট খেলেছেন মুশফিকুর। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান তামিম ইকবালের। এখন পর্যন্ত তার সংগ্রহ ৫১৩৪ রান।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০১ রান করেছে। দক্ষিণ আফ্রিকার দেয়া লিড থেকে এখনো ১০১ রান পিছিয়ে আছে স্বাগতিকরা।

আজ নিজেদের দ্বিতীয়  ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে দ্রুত ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কাগিসো রাবাদার ডেলিভারিতে একই ওভারে বিদায় নিয়েছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক।

আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জুটি গড়ে তুলছিলেন। তবে দলের রান ৫৯ হতেই বিদায় নেন নাজমুল হোসেন। কেশভ মহারাজের বলে লেগ বিফোরের শিকার হয়ে ২৩ (৪৯) রান সম্বল করে ফিরে যান প্যাভিলিয়নে।

নতুন ব্যাটার মুশফিকের সঙ্গে শেষ পর্যন্ত থেকে দিন শেষ করেন মাহমুদুল হাসান। ওপেনার মাহমুদুল ৮০ বল খেলে ৩৮ রান নিয়ে অপরাজিত আছেন। অন্যদিকে মুশফিকও বল ও রানের সমীকরণ ধরে খেলেছেন। তিনটি বাউন্ডারিতে মুশফিকের রান ২৬ বলে ৩১ এসে পৌঁছেছে।

তৃতীয় দিনে মুশফিক ও মাহমুদুলের ৪২ রানের এই জুটি তারা আরও বাড়িয়ে নিতে চাইবেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন মুশফিকুর রহিম