আন্তর্জাতিক

১৬ তম ব্রিকস সম্মেলনে রাশিয়ায় ভারতীয় প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

১৬তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাজান শহরে পৌঁছেছেন আজ থেকে ২৪ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।  মঙ্গলবার (২২ অক্টোবর) ভারতীয় বার্তা সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভারত থেকে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি বার্তা শেয়ার করেন। তিনি জানান, ব্রিকস ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং  সেখানে বিভিন্ন নেতাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আগ্রহী

এর আগে, চলতি বছরের জুলাই মাসে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে মস্কো সফর করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী তখন মোদীকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান, "অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল," প্রদান করা হয় পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক হয়।  

এবারের ব্রিকস সম্মেলনে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্ব বরেণ্য বেশকিছু নেতা। তারা বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন নরেন্দ্র মোদী