নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর দুশ্চিন্তায় আছে প্রতিবেশী ভারত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। বিবিসি বলেছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কাও ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী। কাঠমান্ডু গেল বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ২০২২ সালে শ্রীলঙ্কার অভ্যুত্থানের চিত্র স্মরণ করিয়ে দিয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মন্ত্রীসভার সহকর্মীদের সঙ্গে একটি জরুরি বৈঠকও করেছেন।
ভারতীয় বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বলেছেন, 'ভারত বৃহৎ শক্তি হওয়ার স্বপ্নে মগ্ন। কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে হলে আগে প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।