আইন-বিচার

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে

পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের শুনানি ৩০ অক্টোবর

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর তারিখ ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

জানা যায়, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা  ৪৫ থেকে বিদ্যমান ৫০ এ উন্নিত করা হয় এ সংশোধনীতে।

প্রসঙ্গত, আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চদশ সংশোধনী