লাল-সবুজের ফুটবলের জন্য এক আনন্দের দিন আজ। একদিকে সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
আজ ফিলিপাইনের বিপক্ষে দারুণ সব সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে একাধিক সুযোগ হাতছাড়াও করেছে তারা। যেমনটি এর আগের ম্যাচে কম্বোডিয়ার সঙ্গে হয়েছিল। ফিলিপাইনের সাথে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। দুর্দান্ত এক ফ্রি কিকে শফিক রহমান প্রতিপক্ষের জাল ভেদ করতে সক্ষম হন।
রাইট উইং ধরে আরহাম ইসলাম বক্সের ভেতরে প্রবেশ করছিলেন প্রায়। ঠিক তখন বক্সের একেবারে বাইরে তাকে ফাউল করে প্রতিপক্ষ ডিফেন্ডার। সেখান থেকে প্রাপ্ত ফ্রি-কিকে গোল তুলে নেয় লাল-সবুজের দল। এই গোলের পর আর দুই দলের কেউ কোনো গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
গ্রুপে বাংলাদেশের পরের দুই ম্যাচ ম্যাকাও ও আফগানিস্তানের বিপক্ষে। ২৫ অক্টোবর ম্যাকাওয়ের সাথে এবং ২৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ দল।
এম এইচ//