খেলাধুলা

প্রতিরোধহীন ম্যাচে সকাল সকাল প্রোটিয়াদের জয়

স্পোর্টস ডেস্ক

মিরপুর টেস্টে মাত্র ২২ ওভার খেলে ৭ উইকেটের সহজ জয় পেলো দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের দেয়া ১০৬ রানের লক্ষ্যমাত্রা পেরোতে চতুর্থ দিনের সকালটুকুই যথেষ্ট ছিল। দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও টনি ডি জর্জির জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম। তখন দলীয় রান ৪২। মার্করামকে (২০) ফেরানোর পর টনি ডি (৪১) ও ডেভিড বেডিংহামকেও (১২) ফিরিয়েছেন তাইজুল। তবে তাতে আসলে খুব বেশি উপকার পায়নি স্বাগতিকরা।

ট্রিস্টান স্টাবস ৩৭ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন, অন্যপ্রান্তে ১ রানে ছিলেন রায়ান রিকেলটন।

এর আগে আজ চতুর্থ দিন ব্যাট করতে নেমে কেবল ২৪ রান যোগ করে বাংলাদেশ। তৃতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানে দিন শেষ করেছিল স্বাগতিকরা। আজ সকালের শুরুতেই বাকি ৩ উইকেটের পতন ঘটে। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। 

শেষ উইকেট হিসেবে মিরাজকে তুলে নেন কাগিসো রাবাদা। ১৯১ বল খেলে ৯৭ রান করে আউট হয়েছেন এই ব্যাটার। এর আগে নাঈম হাসান ও তাইজুল ইসলামের উইকেট নিয়েছেন যথাক্রমে রাবাদা ও উইয়ান মাল্ডার। শেষপর্যন্ত ৩০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | দক্ষিণ আফ্রিকা