নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ লড়বে সেমিফাইনালে। সেখানে প্রতিপক্ষ হিসেবে আছে ভুটান। এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে ভুটান নিজেদের গ্রুপের গ্রুপ রানারআপ দল।
ভুটানের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল নেপাল। শ্রীলঙ্কার বিপক্ষে ৬-০ গোলের জয়ই নিশ্চিত করেছিল নিজেদের গ্রুপের সেরা হওয়া। এর আগে ২০২২ সালে কাঠমান্ডুতে ভুটানের বিপক্ষে সেমি লড়েছে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে ভুটানকে খুব সহজেই হারিয়ে দিয়েছিল লাল-সবুজের মেয়েরা।
তবে এবারের ভুটানে বেশ পার্থক্য রয়েছে। গ্রুপপর্বে কোনো ম্যাচ না হেরেই সেমিতে পা রেখেছে এবারের ভুটান দল। নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র, ওদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১ গোলের জয় আবার মালদ্বীপকে ১৩-০ গোলে হারিয়েছে দলটি। নেপালের সাথে এক গোলের ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি ভুটানের কাছেই এসেছে।
আগামী ২৭ অক্টোবর দুপুরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। একইদিনে দ্বিতীয় সেমিতে স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ভারত। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর।
এম এইচ//