ইরানে ধারাবাহিক হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
শনিবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইল সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এ তথ্য নিশ্চিত করেছেন।
হ্যাগারি বলেন, 'ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আমরা সুনির্দিষ্ট হামলা চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে তাত্ক্ষণিক হুমকিগুলো নস্যাৎ করে দিয়েছি।'
এই মুখপাত্র এটিও জানিয়েছেন, যদি ইরান পাল্টা হামলা চালায়, সেক্ষেত্রে ইসরাইল প্রতিক্রিয়া দেখাবে।
শুক্রবার (২৫ অক্টোবর) অবশ্য ইরানের রাজধানী তেহরান ও আশপাশের শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতি থেকে আরও জানা যায়, 'আমাদের হামলাপর্ব সমাপ্ত এবং এ অভিযান সফল। পূর্ববর্তী হামলার জবাব দিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলা পরিচালিত করেছিল। আমাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে।'
এম এইচ//