বিনোদন

হুমকির মাধ্যমে খুনি ইমেজকেই বড় করছে : ফারুকী

বিনোদন ডেস্ক

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলন ও বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রতিবাদী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে প্রিয়, আবার অনেকের কাছে সমালোচনার শিকার হয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (২৭ অক্টোবর) আওয়ামী লীগকে উদ্দেশ্য করে একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। তার মতে, সত্য মেনে নেয়াই দলটির জন্য মঙ্গলজনক হবে

ফারুকী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, যেমনভাবে জামায়াত আজও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রশ্নের মুখোমুখি হচ্ছে, আওয়ামী লীগকেও গেলো ১৬ বছর ও ২০২৪ সালের ইতিহাসের প্রশ্নগুলো মোকাবিলা করতে হবে।

তিনি সরাসরি ইঙ্গিত দেন, ‘অতীতের অনেক ঘটনার পরেও কিছু রাজনৈতিক দল সেসব এড়িয়ে গিয়ে নিজেদের ব্র্যান্ড ইমেজ রক্ষা করতে চায়, যা বর্তমান পরিস্থিতিতে কার্যকরী নয়।’

ফারুকী আরও বলেন, বিভিন্ন ফোন কল ফাঁস হয়ে যাওয়ার পর প্রমাণ হয়ে গেছে, হুমকি-ধামকির মাধ্যমে নেতাদের "খুনি ইমেজ" আরও বড় করে তোলা হচ্ছে। নেত্রীর পাশে সত্য বলার মতো কেউ নেই বলেই হয়তো তিনি এমন মনোভাব পোষণ করছেন।

সম্প্রতি শেখ হাসিনার কিছু ফোন রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে অন্তবর্তীকালীন সরকার নিয়ে এবং বিএনপি-জামায়াত সম্পর্কে কিছু মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে ফারুকী বলেন, ‘হুমকির কৌশল আসলে নেত্রীর ভাবমূর্তিকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করছে।’

এর আগেও ফারুকী এক স্ট্যাটাসে আওয়ামী লীগ ও জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার মতে, ছাত্রলীগের বর্তমান ভূমিকা এক সময়কার এনএসএফের ভূমিকার মতো হয়ে গেছে, যা জনগণের চোখে একধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, যেই দল একসময় জনগণের পক্ষে ছিল, এখন তাদের অবস্থান বিপরীত দিকে চলে গেছে

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ছাত্র আন্দোলন | আওয়ামী লীগ | জামায়াত | নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী