খেলাধুলা

বিরতি পেরিয়ে বড় সংগ্রহে ছুটছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। কিন্তু প্রোটিয়ারা যেভাবে প্রভাব রাখছে, তাতে খেলা বাংলাদেশের মাটিতে হচ্ছে – এরকমটি মনে হচ্ছে না। টসে জিতে চট্টগ্রামে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্ন বিরতির আগে এক উইকেট হারিয়ে ১০৯ রান করে দলটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ১৮৩ রান।

অধিনায়ক এইডেন মার্করাম দলের রান যখন ৬৯, তখন ফিরেছেন তাইজুল ইসলামের শিকার হয়ে। শুরু থেকেই রান তোলায় বেশ পারদর্শীতা দেখিয়ে যাচ্ছিল প্রোটিয়ারা। চট্টগ্রামের পিচে রান ওঠে- এমন ইতিহাস আছে।

বাংলাদেশ একাদশে খেলছেন দুই পেসার; হাসান মাহমুদ ও নাহিদ রানা। স্পিনার তাইজুল, মেহেদী হাসান মিরাজ আছেন। তবে টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস ক্রিজে থিতু হয়ে বসেছেন- তাদেরকে কোনোভাবেই পরাস্থ করা যাচ্ছে না।

টনি জি জর্জি ৮০ ছাড়িয়ে শতকের দিকে ছুটছেন, আর স্টাবস ফিফটি ছাড়িয়ে এগিয়ে চলছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | দক্ষিণ আফ্রিকা